চট্টগ্রামে দুই ‘চোর’ গ্রেপ্তার

চট্টগ্রামে দুই ‘চোরকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। এরা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে চুরির সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2018, 12:46 PM
Updated : 15 August 2018, 12:46 PM

নগরীর মনসুরাবাদ ও হাজীপাড়া এলাকা থেকে ডবলমুরিং থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন- আব্দুর শুক্কর (৩২) ও আব্দুল আজিজ (৪৮)। তাদের কাছ থেকে একটি করে এলজি ও দুই রাউন্ড করে কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্কুর আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তার গ্রুপে আরও ছয় থেকে সাত জন লোক আছে।”

চট্টগ্রাম নগরীর বাইরেও বিভিন্ন জেলা ও উপজেলায় স্বর্ণের দোকান, শপিং মল, আফিস ও বাসা বাড়িতে চুরির অভিযোগ আছে শুক্করের বিরুদ্ধে।

ওসি সেলিম জানান, “শুক্কুরের বিরুদ্ধে আমরা প্রাথমিকভাবে ১২টি মামলার সন্ধান পেয়েছি। যেগুলোর মধ্যে ঢাকা, জামালপুর জেলার মামলাও আছে।”

আজিজ মাস তিনেক আগে সিএন্ডএফ টাওয়ারের দুটি অফিস ও দেওয়ানহাট মোড়ে একটি অফিসে চুরির সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।

ওসি সেলিম বলেন, “আজিজও পেশাদার চোর। তার পাঁচ থেকে ছয় জনের একটি গ্রুপ আছে। নগরীর বিভিন্ন অফিসে ও বাসা বাড়িতে তারা চুরি করে। 

“তাদের কাছ থেকে গ্রিল কাটার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।”