আদালত থেকে মাদকের আসামির পলায়ন

চট্টগ্রামের আদালত থেকে পালিয়েছে মাদক মামলার এক আসামি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2018, 10:57 AM
Updated : 14 August 2018, 04:13 PM

মঙ্গলবার দুপুরে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে মাসুদ রানা নামে এই আসামি পালিয়ে যান।

রানা গত ১৭ জুলাই আকবর শাহ থানা এলাকায় মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পলাতক মাসুদ রানাসহ তিনজনকে ইয়াবা ‍উদ্ধারের মামলায় রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা আকবর শাহ থানার এসআই ফখরুল ইসলাম।

নির্বাহী হাকিম শফি উদ্দিন তাকে অতিরিক্ত উপ-কমিশনারের (প্রসিকিউশন) কক্ষে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

পুলিশ কর্মকর্তা শাহাবউদ্দিন বলেন, “তদন্ত কর্মকর্তা তিন আসামিকে নিয়ে অতিরিক্ত উপ কমিশনারের কক্ষে যাওয়ার পথে মাসুদ রানা হ্যান্ডকাফ খুলে দৌড়ে পালিয়ে সাধারণ লোকজনের সাথে মিশে গিয়ে পালিয়ে যায়।”

মাসুদ রানাকে পুনরায় ধরতে চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- আকবর শাহ থানার এসআই ফখরুল ইসলাম ও আদালতে দায়িত্বরত প্রসিকিউশন শাখার কনস্টেবল মো. খোকন।

দায়িত্ব পালনের অবেহলায় মঙ্গলবার রাতে তাদের বরখাস্তের আদেশ হয় বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার হাসান মো. শওকতেআলী জানিয়েছেন।

আকবর শাহ থানার এসআই ফখরুলকে নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার ফারুকুল ইসলাম সাময়িক বরখাস্ত করেন। কনস্টেবল খোকনকে বরখাস্তের আদেশ দেন প্রসিকিউশন বিভাগের দায়িত্বে থাকা নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মো. শওকত আলী।

পুলিশ কর্মকর্তা  ফারুকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টির তদন্ত হবে। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।