চট্টগ্রামে সাড়ে ১৬ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ১৬ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 08:28 AM
Updated : 13 August 2018, 08:28 AM

গ্রেপ্তারকৃত মো. খবির হোসেন (২৭) জয়দেবপুর জেলার জয়দেবপুর থানার হায়দারাবাদ গ্রামের ইমান আলীর ছেলে।

সোমবার ভোর সোয়া ৫টার দিকে শান্তিরহাট বাজারের মীর সুপার মার্কেটের সামনে স্থাপিত চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।

“চেকপোস্টে সংকেত পেয়ে বাসটি থামলে খবির হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে অটক করে হাত ব্যাগে সাড়ে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য ৮২ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে কক্সবাজার জেলার টেকনাফ থানার বড়ইতলা গ্রামের বায়তুল মামুর মসজিদ সংলগ্ন এলাকা থেকে রফিক (২৭) ও সলিমুল্লাহ (২৩) নামের দুজনকে আটক করেছে র‌্যাব।

রোববার গভীর রাতে গ্রেপ্তার দুজনের মধ্যে সলিমুল্লাহ মিয়ানমারের নাগরিক।

র‌্যাব কর্মকর্তা মিমতানুর রহমান বলেন, তাদের কাছ থেকে পাওয়া তথ্যে ওই এলাকা থেকে একটি বস্তায় রাখা ৯৩৩ বোতল বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

এসব বিয়ারের বাজার মূল্য নয় লাখ ৩৩ হাজার টাকা।