চট্টগ্রামে ৮০ হাজার ইয়াবাসহ ২ ট্রাক আটক

চট্টগ্রামে ৮০ হাজার ইয়াবার চালানসহ দুটি ট্রাক আটক করেছে র‌্যাব; গ্রেপ্তার করা হয়েছে চালক, সহকারীসহ পাঁচজনকে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2018, 05:59 AM
Updated : 12 August 2018, 11:30 AM

রোববার ভোরে ও শনিবার গভীর রাতে নগরীর পাহাড়তলী ও মিরাসরাইয়ের জোরারগঞ্জ থেকে চালান দুটি আটক করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন- আবির হোসেন (২৫), মো. সাব্বির (২২), মো. তানজিল (১৯), মো. হেলাল (২০) ও আসমত উল্লাহ (১৯)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে পাহাড়তলী হাজী ক্যাম্প সংলগ্ন শাহাজী মসজিদ পাকা রাস্তায় র‌্যাবের চেকপোস্টে একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় হেলাল ও তার সহকারী আসমতকে আটক করে শরীর তল্লাশি করে এক হাজার ৪০০ ইয়াবা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাকে লুকিয়ে রাখা আরও ৫৮ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়।

ট্রাকের চেসিস ও পেছনের ডালার সঙ্গে পাইপ লাগিয়ে তার ভেতরে কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল বলে জানান র‌্যাব কর্মকর্তা মিমতানুর।

এদিকে শনিবার গভীর রাতে মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে ১৯ হাজার ৮০০ ইয়াবাসহ আরেকটি ট্রাক আটক করা হয়।  

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের উপ-অধিনায়ক এএসপি মো. নুরুজ্জামান বলেন, চট্টগ্রাম থেকে ইয়াবার চালান নিয়ে ফেনীর দিকে যাচ্ছিল ট্রাকটি। গোপন সংবাদের ভিত্তিতে বিএসআরএম গেইটে ট্রাকটি আটক করা হয়। পরে তল্লাশি করে সেখানে ইয়াবা পাওয়া যায়।

ওই সময় ট্রাক চালক আবির এবং তার দুই সহকারী সাব্বির ও তানজিলকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।