ইডিইউতে ভর্তি মেলা অনুষ্ঠিত

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) চলতি বছরের ফল সেমিস্টারের ‘অ্যাডমিশন ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2018, 01:42 PM
Updated : 11 August 2018, 01:42 PM

শনিবার দিনভর নগরীর প্রবর্তক মোড়ের আল নূর বদরুন সেন্টারে ‘ডেসটিনেশন ইডিইউ’ শিরোনামে এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, “উচ্চশিক্ষা নিয়ে দিন দিন আমাদের শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বাড়ছে।

“ভালো শিক্ষা পাওয়ার জন্য গুণগত মান নিশ্চিতকারী বিশ্ববিদ্যালয়ের কাছে তারা ছুটে যাচ্ছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও মান ধরে রাখতে দায়িত্ব বাড়ছে।”

তিনি বলেন, “এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে ইডিইউর নানা পরিকল্পনার কথা জানার সুযোগ পাচ্ছে ছাত্র-ছাত্রীরা। স্থায়ী ক্যাম্পাস আছে কি না, বিদেশি ইউনিভার্সিটির সঙ্গে যৌথশিক্ষা কার্যক্রম কতটুকু এগুলো, পাঠ্য-সিলেবাস কতটুকু কর্মমুখী- এমন বিষয় যাচাই-বাছাই করতে পারছেন সবাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডিইউর ট্রেজারার সামস উদ দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন, ড. মোহাম্মদ রকিবুল কবির, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, প্রক্টর অনন্যা নন্দী প্রমুখ।

সকাল থেকেই ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ইডিইউর অ্যাডমিশন ফেয়ার। একদিকে চলে আলাপচারিতা, অন্যদিকে ভর্তির ফরম পূরণ।

এবারের ফেয়ারে ভর্তির যাবতীয় তথ্য ছাড়াও ছিল স্পট অ্যাডমিশন, স্কলারশিপ, ক্যাম্পাস জব, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, ক্রেডিট ট্রান্সফার, বিদেশি ইউনিভার্সিটির সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রমসহ শিক্ষার নানা তথ্য।