চট্টগ্রামে ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেট কার থেকে ২৪৫ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2018, 08:06 AM
Updated : 11 August 2018, 08:06 AM

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, শুক্রবার রাত ১১টার দিকে চৈতন্য গলি এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত গাড়িটিও পুলিশ জব্দ করেছে।

গ্রেপ্তার দুজন হলেন- নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকার এস এম কামাল উদ্দিনের ছেলে মো. মোশাররফ উদ্দিন (৪৩) এবং বাকলিয়া থানার অসি মিয়া রোডের ইব্রাহিম হাজীর বিল্ডিংয়ের মোহাম্মদ খলিল আহাম্মদ (৪১)।

তাদের মধ্যে খলিল স্বেচ্ছাসেবক দল এবং মোশাররফ বিএনপির রাজনীতিতে যুক্ত বলে ওসি মোহাম্মদ মহসীনের ভাষ্য।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একটি প্রাইভেট কার নিয়ে মাদক চোরাকারবারিদের আসার খবরে চৈতন্য গলিতে অভিযানে যায় পুলিশ। 

“রাত ১১টার দিকে বিআরটিসি মোড়ে ওই প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হলে না থেমে তারা চলে যাওয়ার চেষ্টা করে। এরপর চৈতন্য গলির একটি দোকানের সামনে গাড়িটি আটক করা হয়।”

এসময় গাড়ি থেকে নেমে আমিনুল্লাহ নামের একজন পালিয়ে যায় জানিয়ে ওসি বলেন, তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের অংশে প্লাস্টিকের বস্তায় ২৪৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

ওসি বলেন, আসামিরা পেশাদার মাদক বিক্রেতা। খলিলের বিরুদ্ধে মাদক আইনে আগের একটি মামলাও আছে।

শুক্রবারের ঘটনায় এসআই ইমদাদ হোসেন চৌধুরী বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় আরেকটি মামলা করেছেন বলে জানান ওসি।