চট্টগ্রামে ৭ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে সাত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2018, 11:36 AM
Updated : 10 August 2018, 11:45 AM

নগরীর শাহ আমানত সেতুর নিচ থেকে বৃহস্পতিবার গভীর রাতে পাঁচটি ছুরিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আব্দুর রহমান ওরফে হৃদয় (২০), জাবেদ হোসেন (২০), আলাউদ্দীন (১৯), সোহেল (১৮), আব্দুল মতিন ওরফে সাইফুল (২০), মোর্শেদ (২২) ও শামসুল ওরফে মুন্না (২২)।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাররা দুই গ্রুপে ভাগ হয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে। সেজন্য তারা ব্রিজের নিচে বসে আলোচনা করে নিজেদের অবস্থান ঠিক করছিল।

ওসি জানান, বৃহস্পতিবার রাতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও বান্দরবান, কক্সবাজারের প্রচুর লোকজন যাতায়াত করে।

“ছিনতাইকারীরা দুই গ্রুপে ভাগ হয়ে যাত্রীদের টার্গেট করে টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নেওয়ার পরিকল্পনায় ছিল।”

জিজ্ঞাসাবাদে ঈদের গরুর বাজারকে কেন্দ্র করে ছিনতাইয়ের পরিকল্পনার কথাও তারা জানিয়েছে বলে দাবি করেন ওসি প্রণব।