চট্টগ্রাম বন্দরের জন্য আরও ৪ ক্রেন কিনতে চুক্তি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের কাজের গতি বাড়াতে আরও চারটি ক্রেন কিনতে এক চীনা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2018, 10:46 AM
Updated : 8 August 2018, 10:46 AM

বুধবার বিকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ ও চীনের সাংহাই জেনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানির ভাইস প্রেসিডেন্ট লিউ কিঝং চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে উপস্থিত নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ৪০ টন ধারণক্ষমতার চারটি ‘কি গ্যান্ট্রি ক্রেন’ সংগ্রহে ব্যয় হবে ২৩৮ কোটি ৬১ লাখ ৫২ হাজার টাকা।

একই কোম্পানির সঙ্গে গতবছর ছয়টি ‘কি গ্যান্ট্রি ক্রেন’ চুক্তি হয়েছিল। ৩৪৫ কোটি টাকা ব্যয়ে ওই ছয়টি ক্রেন এ বছরের অগাস্ট ও সেপ্টেম্বরে বন্দরে যুক্ত হবে। 

ঘণ্টায় ২৫ থেকে ৩২টি কন্টেইনার হ্যান্ডলিংয়ের উপযোগী এসব ক্রেন বন্দরে যুক্ত হলে কাজের গতি বাড়বে।

২০০৫ সালে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে চারটি কি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হলেও নিউমুরিং কন্টেইনার টার্মিনালে এই ধরণের ক্রেন নেই। এই চুক্তি বাস্তবায়িত হলে নিউমুরিং কন্টেইনার টার্মিনালে ১০টি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হবে।

নৌমন্ত্রী বলেন, এই টার্মিনালে মোট ৫১টি যন্ত্রপাতি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এভাবে উন্নয়ন অব্যাহত থাকলে ভবিষ্যতে বন্দরে কোনো জট থাকবে না।