ফ্ল্যাক্সে চা বিক্রি: একজনের আঘাতে আরেকজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ফ্ল্যাক্সের চা বিক্রির জন্য বসা নিয়ে দুই ফেরিওয়ালার মারামারিতে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2018, 05:07 PM
Updated : 20 July 2018, 05:07 PM

শুক্রবার বিকালে অনন্যা আবাসিক এলাকায় এ ঘটনায় নিহতের নাম মোহাম্মদ আলী (৩৫)।

তাকে হত্যার অভিযোগে অপর চা বিক্রেতা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে বায়েজিদ বোস্তামি থানার এসআই আবুল হাশেম জানিয়েছেন।

নিহত মোহাম্মদ আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকার বলাপুর গ্রামের লেদু মিয়ার ছেলে। নগরীর বায়েজিদ বোস্তামি থানার মিয়ানগর শাহাজালাল আবাসিক এলাকায় থাকতেন তিনি।

এসআই হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনন্যা আবাসিক এলাকায় রাস্তার পাশে ফ্লাক্সে করে চা বিক্রি করতেন মোহাম্মদ আলী ও শহিদুল ইসলাম।

“তারা পরস্পরের দূর সম্পর্কের চাচা-ভাতিজা। একই স্থানে বসে চা বিক্রি করা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে একে অন্যকে কিল-ঘুষি মারে। এতে আলীর বুকে আঘাত লাগে।”

গুরুতর আহত অবস্থায় বিকালে আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।

অপরদিকে শহীদুলকে গ্রেপ্তার অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এসআই আবুল হাশেম বলেন, “ঘটনাস্থল হাটহাজারী থানার এলাকায় পড়েছে। তাই মামলা সেখানেই হবে।”