হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে সিসিসির সমঝোতা স্মারক সই

চট্টগ্রাম সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনে সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2018, 03:34 PM
Updated : 18 July 2018, 03:43 PM

বুধবার চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ হোটেলে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তিপত্রে সই করেন বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা।

অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, চট্টগ্রাম আইটি শিল্পের জন্য অন্যতম উপযোগী ক্ষেত্র।

“বাকলিয়ায় হাই-টেক পার্ক করার জন্য আমরা ৯৭ একর জমি পাওয়ার কথা ছিল। ৯৭ থেকে ৪০ একর, সেখান থেকে ২০ একর এবং সবশেষ ১০ একর। কিন্তু মামলা থাকায় সে জমিও আমরা পাইনি। আমাদের অনেক প্রকল্প আছে। অবশ্যই জমি দরকার।”

হোসনে আরা বলেন, দেশের ৬৪ জেলায় আইটি ট্রেনিং সেন্টার হবে। দেশের হাই-টেক পার্কগুলোতে আইটি ইন্ডাস্ট্রিগুলোকে জমি বরাদ্দ দেওয়া হচ্ছে।

“আমরা চট্টগ্রামে ট্রেনিং সেন্টার ও আইটি পার্ক করব। দুটো প্রজেক্টই পাশ হয়ে আছে। জমি পাচ্ছি না বলে দেরি হচ্ছে। বিশ্ব ব্যাংক থেকেও আরেকটি প্রজেক্ট আছে। তিনটি পার্ক করার জন্য আমরা প্রস্তুত।”

অনুষ্ঠানের শুরুতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, “চান্দগাঁও এলাকায় ১১ একর জমি আছে । সেখানে যদি পূর্ণাঙ্গ আইসিটি পার্ক স্থাপন করা যায়। আমরা এ প্রস্তাব করছি। আজই সে জায়গাটি দেখতে যাব।”

অনুষ্ঠানের পর হোসনে আরা বেগমসহ সিটি মেয়র ও চট্টগ্রাম সিটি করপোরেশনের উর্ধতন কর্মকর্তারা সেই জমিটি দেখতে যান।

অনুষ্ঠানে জানানো হয়, সিসিসি’র মালিকানাধীন নগরীর আগ্রাবাদ এলাকায় সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের ষষ্ঠ থেকে ১১ তলা পর্যন্ত অংশে প্রায় এক লাখ বর্গফুট এলাকায় সফটওয়্যার পার্কটি নির্মাণ করা হবে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘কালিয়াকৈর হাই-টেক পার্ক (এবং অন্যান্য হাই-টেক পার্ক) এর উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে এটি বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হানিফ সিদ্দিকী।