ছিনতাইয়ের অভিযোগে সাতকানিয়ায় গ্রেপ্তার ৩ কিশোর

চট্টগ্রামের সাতকানিয়ায় তিন কিশোরকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2018, 07:14 AM
Updated : 18 July 2018, 07:14 AM

১২ থেকে ১৬ বছর বয়সী এই তিন জনকে মঙ্গলবার রাতে সাতকানিয়া থেকে গ্রেপ্তার করা হয় বলে সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার রাতে বাড়ি ফেরার পথে নাপিতের চর এলাকায় আব্দুল হামিদ নামে এক রাজমিস্ত্রিকে আটকে টাকা পয়সা ও মোবাইল সেট ছিনিয়ে নেয় গ্রেপ্তার তিন কিশোরসহ পাঁচজন।

“মঙ্গলবার রাতে সাতকানিয়া রাস্তার মাথায় ১৬ বছর বয়েসী এক জনকে দেখে হামিদ চিনতে পারেন। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটকের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ১২ ও ১৫ বছর বয়েসী দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

ছিনতাইয়ের নেতৃত্বদাতা রিদোয়ান নামে এক যুবক ও ১৫ বছর বয়েসী এক কিশোরকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এই ঘটনায় আব্দুল হামিদ বাদি হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা করেছে বলে জানান ওসি রফিকুল।