ঘরে ঢুকে কলেজছাত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2018, 12:35 PM
Updated : 16 July 2018, 12:35 PM

সোমবার চট্টগ্রামের মহানগর হাকিম আল ইমরান খান তাদের তিন দিন পুলিশ হেফাজতের আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার পাঁচজনের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।”

গত ৭ জুলাই চকবাজার থানার জঙ্গি শাহ মাজার এলাকার দুই কলেজছাত্রীর ভাড়া বাসায় গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে জোর করে ঢোকেন মোট ছয়জন।

ওই দিন দুই ছাত্রীকে মারধর করে, চার লাখ টাকা চাঁদা দাবি করে এবং সাকিব নামের একজন ওই বাসায় থাকা ছাত্রীদের একজনকে ধর্ষণ করে বলে অভিযোগ।

এ ঘটনায় সাইমুন ইসলাম সাকিব (২২), মহিউদ্দীন (২২), আসিফ ইকবাল (২৫), রাজীব হোসেন নয়ন (২২) এবং মোশাররফ হোসেন আকাশকে ১৩ জুলাই জঙ্গি শাহ মাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।