চট্টগ্রামের ডিসির মোবাইল সিম ক্লোন করে টাকা দাবি

চট্টগ্রামের জেলা প্রশাসকের সরকারি মোবাইল সিম ক্লোন করে সেই নম্বর থেকে কয়েকজনকে ফোন করে টাকা দাবি করার পর এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2018, 05:51 PM
Updated : 14 July 2018, 05:51 PM

শনিবার দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসকের অফিসিয়াল ফেইসবুক পেইজ ‘ডেপুটি কমিশনার চিটাগাং’-এ একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়- “জেলা প্রশাসক, চট্টগ্রাম এর অফিসিয়াল নম্বর (01713104332) ক্লোন করা হয়েছে, কেউ আর্থিক বা অন্য কোনো স্পর্শকাতর বিষয়ে যোগাযোগ করলে সর্তক থাকার জন্য অনুরোধ করা হল।”

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা প্রশাসক মহোদয়ের অফিসিয়াল সিমটি ক্লোন করা হয়েছে।

“ক্লোন করা সেই নম্বর থেকে ফোন করে কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরের কাছে টাকা চাওয়া হয় বলে জেলা প্রশাসকের কাছে অভিযোগ আসে। এর পরই এ বিষয়ে সচেতন থাকার জন্য অফিসিয়াল ফেইসবুক পেইজে পোস্টটি দেওয়া হয়েছে।”

বিষয়টি সংশ্লিষ্ট মোবাইল অপারেটরকে জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই নম্বরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে।