‘ঘুষের টাকাসহ’ দুদকের ফাঁদে চট্টগ্রাম মেডিকেলের কর্মচারী

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মচারীকে ‘ঘুষের টাকাসহ’ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 12:54 PM
Updated : 17 Feb 2020, 09:38 AM

চট্টগ্রাম মেডিকেল (ফাইল ছবি)

রোববার বিকালে দুদক কর্মকর্তারা পাতা ফাঁদে ঘুষের ১৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করেন হাসপাতালের উচ্চমান সহকারী মিলন কান্তি রুদ্রকে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোজাম্মেল হক নামের এক ব্যক্তি সম্প্রতি দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে মিলন কান্তি রুদ্রর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ করেন।

অভিযোগের বরাত দিয়ে তিনি বলেন, “মোজাম্মেলের ছোট ভাইয়ের জন্য মেডিকেল সার্টিফিকেট দিতে মিলন ২৫ হাজার টাকা দাবি করেছিলেন। এর মধ্যে ১০ হাজার টাকা দিয়েছেন মোজাম্মেল।

“অভিযোগ পাওয়ার পর দুদকের পক্ষ থেকে আট সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমের সদস্যরা বিকালে হাসপাতাল এলাকায় অবস্থান নেয়। এসময় ঘুষের বাকী ১৫ হাজার টাকা নিতে আসলে মিলনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”

দুদক কর্মকর্তা প্রণব জানান, এই ঘটনায় দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাফর আহমেদ পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন।