গ্রেপ্তারের পর আসামির মৃত্যু, ২টি তদন্ত কমিটি

চট্টগ্রামে গ্রেপ্তারের পর ‘হৃদরোগে’ এক আসামির মৃত্যুর পর ঘটনা তদন্তে দুইটি কমিটি করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2018, 03:14 PM
Updated : 21 June 2018, 03:14 PM

পুলিশের দাবি, প্রতারণার একটি মামলায় বৃহস্পতিবার দুপুরে বাচ্চু শেখ (৪০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তিনি অসুস্থ হন।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বাচ্চু শেখকে দুপুরে গ্রেপ্তার করে থানায় আনা হলে তিনি বুকে ব্যাথা অনুভব করেন। তাকে প্রথমে বন্দর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।”

তিনি বলেন, “পুলিশ হেফাজতে যেহেতু তিনি অসুস্থ হয়েছেন তাই নগর পুলিশ ও বন্দর জোনের পক্ষ থেকে আলাদা দুইটি তদন্ত কমিটি করা হয়েছে।”

পুলিশ কর্মকর্তা কামরুল জানান, বন্দর জোনের উপ-কমিশনারের পক্ষ থেকে করা কমিটিতে জোনের অতিরিক্ত উপ-কমিশনারকে প্রধান করা হয়েছে। কমিটির দুই সদস্য হলেন সহকারী কমিশনার (বন্দর) ও ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত)।

এদিকে নগর পুলিশের পক্ষ থেকে করা কমিটির প্রধান করা হয়েছে বন্দর জোনের উপ-কমিশনারকে।

কমিটিতে নগর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার ও গোয়েন্দা পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনারকে সদস্য রাখা হয়েছে।