ভূমি অফিসে বিভাগীয় কমিশনারের অভিযান, তহশীলদারকে বদলি

চট্টগ্রাম নগরীর ষোলশহরে চান্দগাঁও ভূমি সার্কেল অফিসে ঝটিকা পরিদর্শন করে অনিয়মের অভিযোগে এক তহশীলদারকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করেছেন বিভাগীয় কমিশনার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2018, 01:13 PM
Updated : 19 June 2018, 01:13 PM

মঙ্গলবার দুপুরে ষোলশহরে ওই ভূমি অফিসে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম নামে এক দালালকেও আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে জানান বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হাসান বিন আলী।

চান্দগাঁও সার্কেল ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তা শুনেই ঝটিকা পরিদর্শনে যান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।

এসময় তিনি তহশীলদার মোহাম্মদ রেদোয়ানের চেয়ারে সিরাজুল ইসলাম নামে এক দালালকে বসে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়ার নির্দেশ দেন তিনি।

হাসান বিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তহশীলদার রেদোয়ানের কক্ষে দালালকে পাওয়ায় বিভাগীয় কমিশনার মহোদয় তাকে স্ট্যান্ড রিলিজ করেছেন। তাকে সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গায় বদলি করা হয়েছে।”

অভিযানের সময় চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি উপস্থিত ছিলেন।

হাসান বিন আলী বলেন, চট্টগ্রামের প্রত্যেকটা ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন ভবিষ্যতেও চলবে।