চট্টগ্রামে প্রথম ঈদ জামাত ৮টায়

চট্টগ্রাম নগরীর ১৬৭টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 03:02 PM
Updated : 15 June 2018, 03:02 PM

শনিবার সকাল ৮টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় এম এ আজিজ আউটার স্টেডিয়াম মাঠে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।

তবে বৃষ্টি হলে স্টেডিয়ামের জিমনেসিয়ামে এই নামাজ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনর জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ঈদের প্রধান জামাতের সকল আয়োজন সম্পন্ন হয়েছে।

“পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডে মোট ১৬৬টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।”

এদিকে শুক্রবার সকালে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শনিবার সকাল ৯টায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার রমিজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এম এ আজিজ আউটার স্টেডিয়াম মাঠে ঈদের জামাতে ইমামতি করবেন বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ আবু নোমান।

“সেখানে জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা সবাই উপস্থিত থাকবেন।”