দুই পাহাড় থেকে সরানো হল ১০০ পরিবারকে

চট্টগ্রাম নগরীর এ কে খান পাহাড় ও বাটালি হিল থেকে প্রায় একশ পরিবেশকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2018, 01:35 PM
Updated : 13 June 2018, 01:35 PM

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার রমিজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে এ কে খান পাহাড় এবং বাটালি হিলের পিডব্লিউ কলোনি থেকে একশ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

“পাশাপাশি অবৈধভাবে নির্মিত ৪৫টি টিনের কাঁচা ঘর উচ্ছেদ করা হয়েছে।”

গত ১০ জুন থেকে নগরীর পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনকারীদের সরিয়ে দিতে মাইকিং শুরু করে জেলা প্রশাসন।

এরপর ১১ জুন নগরীর সাতটি পাহাড়ে অভিযান চালিয়ে ৪৯০টি পরিবারকে সরিয়ে নেওয়ার পাশাপাশি শতাধিক অবৈধ বসতি উচ্ছেদ করা হয়।