চট্টগ্রামে প্রকাশককে হত্যার হুমকি, আইনজীবী গ্রেপ্তার

চট্টগ্রামে বলাকা প্রকাশনের সত্ত্বাধিকারী জামাল উদ্দিনকে হুমকির ঘটনায় এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2018, 06:49 AM
Updated : 13 June 2018, 10:37 AM

গ্রেপ্তারকৃত টিপু শীল (৩৪) বোয়ালখালী উপজেলার খিতাপচরের বাসিন্দা। তিনি চট্টগ্রাম আদালতের আইনজীবী। চট্টগ্রাম আইন কলেজে পড়ার সময় তিনি ছাত্রলীগ করতেন।

টিপু নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার সৈয়দ শাহ লেইনে পরিবার নিয়ে থাকেন। সেখান থেকেই মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জামাল উদ্দিন থানায় সাধারণ ডায়েরি করার পরপরই পুলিশ তদন্তে নামে। রাতেই কালামিয়া বাজার এলাকা থেকে টিপুকে গ্রেপ্তার করা হয়।

“গ্রেপ্তারের পর টিপু জানিয়েছেন জামাল উদ্দিনের সাথে পূর্ব বিরোধের জেরে তাকে হুমিকে দিয়েছে।”

গত সোমবার মুন্সিগঞ্জে এক প্রকাশককে গুলি করে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই টেলিফোনে হুমকি পান জামাল উদ্দিন।

কোতোয়ালী থানায় করা সাধারণ ডায়েরিতে জামাল অভিযোগ করেন, সোমবার রাত পৌনে ১০টা, ১০টা ৩ ও ৫৫ মিনিটে ০১৯৬০৫৫৭১৯৮ নম্বর থেকে ফোন করে বলাকা প্রকাশন বোমা মেরে উড়িয়ে দেওয়ার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

হুমকি পাওয়া জামাল উদ্দিন চট্টগ্রামের বলাকা প্রকাশনের মালিক। এশিয়াটিক সোসাইটির মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকল্প ‘অ্যানসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন’ অধীনে গবেষক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

তিনি চট্টগ্রামের সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক।