‘বাঙালি জাতিসত্তা রক্ষায় জীবনের ঝুঁকি নিয়েছেন শেখ হাসিনা’

বাঙালি জাতিসত্তা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়েছেন বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2018, 04:05 PM
Updated : 26 May 2018, 04:05 PM

শনিবার সন্ধ্যায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নগর আওয়ামী লীগ আয়োজিত ইফতার অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নাছির বলেন, “প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে বাঙালি জাতিসত্তা রক্ষায় অসম্ভবকে সম্ভব করেছেন। তিনি বারবার হামলার শিকার হয়েছেন।

“তাই আমাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার পাশে দাঁড়াতে হবে। এটাই হোক আত্মশক্তি প্রকাশের অবলম্বন।”

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভারতীয় সহকারী হাই-কমিশনার অনিন্দ্য ব্যাণার্জি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী।

উপস্থিত ছিলেন উত্তর জেলার সাধারণ সম্পাদক এ এ সালাম, নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাসুদ উল হাসান, বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম ও এম এ রশিদ, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন প্রমুখ।