আরাফাত হত্যায় আরও একজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় মো. আরাফাত হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন আরমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2018, 03:16 PM
Updated : 26 May 2018, 03:16 PM

শনিবার সকালে নগরীর কালুরঘাট এলাকা থেকে আরমানকে (২০) গ্রেপ্তার করা হয়।

আরমান মোহরার ইস্পাহানি রেল গেট এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার আরমান কামাল বাজার এলাকার পপুলার জিম নামের একটি ব্যায়ামাগারের তত্ত্বাবধায়ক। নিহত আরাফাত ওই জিমে নিয়মিত ব্যায়াম করতেন।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের সৈয়দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে আরমানকে গ্রেপ্তারের পর সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শনিবার বিকালে চট্টগ্রামের মহানগর হাকিম আল ইমরান খানের আদালতে জবানবন্দি দেন আরমান।

পুলিশ কর্মকর্তা জোবায়ের সৈয়দ বলেন, জবানবন্দিতে জিম (ব্যায়ামাগার) খোলা নিয়ে কথা কাটাকাটির জেরে আরাফাতকে খুন করার কথা স্বীকার করেছে আরমান।

“এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

এরআগে ২২ মে ভোরে মোহরা ইস্পাহানি শ্রমিক কলোনি থেকে আসিফ ও নূর হোসেন বাপ্পী নামের দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার নূর হোসেন ও আসিফ পুলিশকে জানিয়েছিল, নিহত আরাফাত তাদের বন্ধু ছিল। ঝগড়ার জেরে খুনের ঘটনা ঘটে।

২১ মে রাতে চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় আরাফাতের গলায় ছুরি চালিয়ে রাস্তায় ফেলে যায় খুনিরা।

পরে চান্দগাঁও থানার এক এসআই তাকে দেখতে পেয়ে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।