বরিশাল কলোনিতে মাদক ব্যবসা চালানো নারী গ্রেপ্তার 

চট্টগ্রামে ‘মাদকের আখড়া’ হিসেবে পরিচিত বরিশাল কলোনি থেকে এক নারীকে ইয়াবা, হেরোইন ও ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2018, 02:40 PM
Updated : 26 May 2018, 02:40 PM

শনিবার দুপুরে নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের স্টেশন কলোনি থেকে রিনা আক্তার (২৪) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক বিক্রির জন্য স্টেশন কলোনির সোহেলের ভাড়ার ঘরে রিনা আক্তার অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

“এসময় তার কাছ থেকে চার হাজার ইয়াবা, পাঁচশ গ্রাম হেরোইন এবং ৪০ বোতল ফেনসিডিলি উদ্ধার করা হয়।”

পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিনা আক্তার জানিয়েছেন তিনি পলাতক মাদক ব্যবসায়ী লোকমানের নেতৃত্বে ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল বিক্রি করতেন।

নগরীর আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনি মাদকের আখড়া হিসেবে পরিচিত। আর বরিশাল কলোনির পাশেই স্টেশন কলোনি।