চট্টগ্রামে রেস্তোরাঁয় পচা-বাসি খাবারে জরিমানা

পচা-বাসি খাবার বিক্রি ও বিএসটিআইয়ের অনুমোদনহীন মসলা ব্যবহারে চট্টগ্রামের জিইসি মোড়ের কয়েকটি রেস্তোরাঁকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2018, 06:22 PM
Updated : 25 May 2018, 06:22 PM

শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

ফ্রিজে বাসি কাবাব ও মাংস রাখার দায়ে জিইসি মোড়ের 'বাসমতি' রেস্টুরেন্টকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই রেস্তোরাঁর ফ্রিজে বাসি মুরগির মাংস, বাসি চিংড়ি মাছ, দুই দিন আগে তৈরি মুরগির কাবাব রাখা এবং রঙ মেশানো নিম্নমানের টমেটো সস ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কিচেনে বিএসটিআই অননুমোদিত প্যাকেটজাত মসলা রাখায় সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রেস্তোরাঁয় পাওয়া সব অস্বাস্থ্যকর খাবার ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে নষ্ট করা হয়। 

জিইসি মোড়ের আরেক খাবার দোকান জামান হোটেলকে  চট্টগ্রাম  সিটি কর্পোরেশনের পার্কিং স্পেসে বিনা অনুমতিতে রান্নাঘর স্থাপন করে ইফতারি বিক্রি করায় সতর্ক  করা হয়। 

পাশাপাশি এই এলাকার ফ্লেভারস রেস্টুরেন্টকেও ফুটপাতে পথচারীদের যাতায়াতে বিঘ্ন ঘটিয়ে ইফতার বিক্রি করায় সতর্ক করা হয়।