চবিতে রোববার থেকে শুরু হচ্ছে এক মাসের ছুটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী রোববার থেকে মাসব্যাপী বর্ষাকালীন ছুটি শুরু হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2018, 01:14 PM
Updated : 24 May 2018, 01:14 PM

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ কে এম নুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৭ মে শুরু হয়ে বর্ষাকালীন অবকাশ চলবে ২১ জুন পর্যন্ত।

এক মাস ছুটির পর ২২ জুন শুক্রবার ও ২৩ জুন শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগামী ২৪ জুন বিশ্ববিদ্যালয় খুলবে।

অবকাশে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস না হলেও পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্ষাকালীন ছুটির মধ্যেই জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর পড়ে গেছে।

ছুটিতে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ছুটির মধ্যেও চলবে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন।

তিনি বলেন, অফিস চলাকালীন দিনগুলোতে শাটল ট্রেন ছুটির সময়ের শিডিউল অনুসরণ করে চলাচল করবে। বাকি দিনগুলোতে শাটল ট্রেন বন্ধ থাকবে।

হল বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক অধ্যাপক সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অবকাশকালে হলগুলো খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকাকালে (১৩ থেকে ২১ জুন) হলের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক শিক্ষার্থীদের ডাইনিং, ক্যান্টিনসহ অন্যান্য সুবিধা বহাল থাকবে।