পুলিশের কেউ মাদকে জড়িত হলেও ছাড় নয়: ডিআইজি মনির

নিজ বাহিনীর কেউ যদি মাদক বিক্রিতে জড়িত থাকে, তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 03:23 PM
Updated : 23 May 2018, 03:23 PM

সারাদেশে মাদকবিরোধী অভিযান চলার মধ্যে বুধবার চট্টগ্রামে ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই হুঁশিয়ারি দেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুজ্জামান বলেন, “পুলিশের কেউ যদি এই ব্যবসার সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে শুধু আইনানুগ ব্যবস্থা না, তার বিরুদ্ধে মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর।”

চলমান অভিযান নিয়ে তিনি বলেন, “মাদক ব্যবসার সাথে যারা জড়িত, এর পৃষ্ঠপোষকতা যারা করেন, আমরা চেষ্টা করেছি তাদের ফিরিয়ে আনার জন্য, প্রতিহত করার জন্য। সে প্রচেষ্টা আমাদের ব্যর্থ হয়েছে। এখন পিছু ফেরার কোন অবকাশ নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে।”    

আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের পরও নৌ পথে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ছড়িয়ে পড়ায় নিজেদের অসহায়ত্বের কথাও বলেন ডিআইজি।

টেকনাফ এলাকার অভিযানের বিষয়ে তিনি বলেন, পুলিশ, বিজিবি, কোস্টগার্ডের পর্যাপ্ত অভিযান চলছে ওখানে।

“আমাদের বলতে দ্বিধা নেই, ইয়াবা সড়ক পথে যতই না আসে, তার চেয়ে বেশি আসছে নৌপথে।”