ফেনীতে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ আরেকজন নিহত

চলমান মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজনদের নিহতের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতেও ফেনীতে একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2018, 07:54 PM
Updated : 22 May 2018, 07:55 PM

রাত সোয়া ১১টার দিকে ফেনী সদরের দাউদপুল এলাকায় র‌্যাব-৭ এর সদস্যদের সঙ্গে ‘গোলাগুলিতে’ মো. ফারুক (৩৫) নামে একজন নিহত হন বলে সিনিয়র এএসপি মিমতানুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাবের টহল দল চেকপোস্টে একটি প্রাইভেটকারকে থামার সঙ্কেত দেয়।

“তখন গাড়ি না থামিয়ে ভেতর থেকে র‌্যাবকে লক্ষ করে গুলিবর্ষণ করা হয়। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।”

ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, একটি ওয়ান শ্যুটার গান, ৫ রাউন্ড গুলি ও পাঁচটি খালি খোসা এবং ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মিমতানুর।

ফারুককে ‘কুখ্যাত মাদক ব্যবসায়ী’ আখ্যায়িত করে র‌্যাব-৭ এর এক এসএমএসে বলা হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে অনেকগুলো মামলা রয়েছে।

মাদক নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর সারা দেশে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের অভিযানে গত চার দিনে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ২৫ জন হয়েছে, তার মধ্যে সোমবার রাতেই নিহত হয়েছে ১১ জন।