চবিতে রাতের আঁধারে পুড়িয়ে ফেলা হল ৬০০ উত্তরপত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগের দুটি সেমিস্টার পরীক্ষার প্রায় ৬০০ উত্তরপত্র পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2018, 03:01 PM
Updated : 16 May 2018, 03:01 PM

মঙ্গলবার মধ্যরাতের কোনো সময়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ অছিয়র রহমান।

সিএসসি বিভাগটি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের চতুর্থতলায় অবস্থিত।

মোহাম্মদ অছিয়র রহমান জানান, বুধবার সকালে অফিস সহকারী শামসুল আলম বিভাগের প্রধান ফটক, স্টোর রুম এবং তার কক্ষের তালা ভাঙ্গা দেখতে পান।

“ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পর ভবনের ছাদে গিয়ে কিছু উত্তরপত্র আগুনে পোড়ানো অবস্থায় পাওয়া যায়। স্টোর রুমের সিসি ক্যামেরার ক্যাবলও কাটা পাওয়া গেছে।”

তিনি জানান, সিসি ক্যামেরার সর্বশেষ ফুটেজ রাত ১২টা পর্যন্ত পাওয়া গেলেও তার পরের আর কোনো ফুটেজ নেই।

পোড়ানো উত্তরপত্রগুলো তৃতীয় ও পঞ্চম সেমিস্টার পরীক্ষার উল্লেখ করে বিভাগের সভাপতি বলেন, “তিনটি সেমিস্টারের নয়টি পরীক্ষার প্রায় ছয়শ উত্তরপত্র পোড়ানো হয়েছে বলে মনে হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি কিছু উত্তরপত্র পোড়ানো হয়েছে।”

ঘটনা তদন্তে কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।