কক্সবাজার মহাসড়কে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশা জব্দ করায় চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2018, 03:04 PM
Updated : 26 April 2018, 03:04 PM

বৃহস্পতিবার দুপুরে দোহাজারিতে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। সংঘর্ষের কারণে কিছু সময় মহাসড়কে যানচলাচলও বন্ধ ছিল।

সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর সময় এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফরহাদ।

আহত চার পুলিশ সদস্য হলেন- হাইওয়ে পুলিশ দোহাজারি থানার কনস্টেবল নারায়ন, রুবেল, রাজু ও মোবারক।

পুলিশ কর্মকর্তা ফরহাদ বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটো রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকায় দুপুরে সাতকানিয়া কেরানী হাট থেকে দুইটি অটো রিকশা জব্দ করে দোহাজারি হাইওয়ে থানা পুলিশ।

এসময় শ্রমিকরা অটো রিকশা আটকে বাধা দিলেও পুলিশ সেগুলোও দোহাজারি হাইওয়ে থানায় নিয়ে আসে।

এসএসপি ফরহাদ বলেন, “অটো রিকশা জব্দের ১৫-২০ মিনিটের মধ্যে ৩০ থেকে ৪০টি অটো রিকশায় করে লাঠিসোঁটা নিয়ে শ্রমিকরা এসে বিক্ষোভ করে। আদালতের নির্দেশে জব্দ করার কথা জানালেও তারা থানায় হামলা চালায়।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা ফরহাদ বলেন, “এসময় শ্রমিকরা পুলিশের একটি শটগান ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ শহীদুল ইসলাম নামে এক শ্রমিককে শটগানসহ আটক করে।”

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।