যৌতুকের দাবিতে খুন: স্বামী গ্রেপ্তার

যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে চট্টগ্রামের সাতকানিয়ার পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2018, 10:18 AM
Updated : 21 April 2018, 10:18 AM

শনিবার দুপুর ১২টায় মো. পারভেজ (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

গত শুক্রবার সাতকানিয়া থানার চূড়ামনি গ্রামের বাইট্টা সৈয়দ বাড়ি এলাকায় পারভেজের বাড়িতে খুন হন তার স্ত্রী রোকেয়া বেগম (২১)।

এরপর রোকেয়ার ভাই মহিউদ্দিন বাদী হয়ে পারভেজ, পারেভেজের বোন রোকেয়া এবং বোনের স্বামী শহীদকে আসামি করে থানায় মামলা করেন।

নিহত রোকেয়া সাতকানিয়া থানার পশ্চিম ঢেমশা উত্তর রামপুর এলাকার আব্দুর রশিদের মেয়ে। গ্রেপ্তার পারভেজ চুড়ামনি গ্রামের মো. সোলায়মান এবং মনতাজ বেগম দম্পতির ছেলে।

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই পারভেজসহ তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায়।

“গোপন সংবাদের ভিত্তিতে চূড়ামনির দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে শনিবার দুপুরে পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তার পারভেজকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি রফিক।

রোকেয়ার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।