‘অবিচার-লুটপাটের বিরুদ্ধে যুব সমাজকে জাগতে হবে’

অন্যায়-অবিচার ও লুটপাটের বিরুদ্ধে দেশের যুব সমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন সিপিবি নেতা মনজুরুল আহসান খান।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 03:25 PM
Updated : 20 April 2018, 03:25 PM

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৮৮তম বার্ষিকী উপলক্ষে যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মনজুরুল আহসান বলেন, “দেশে চলমান গুম-খুন, অন্যায়-অবিচার, দুর্নীতি, ধর্ষণ ও লুটপাটের বিরুদ্ধে যুব সমাজকে জেগে উঠতে হবে, জাগরণ তৈরি করতে হবে।”

সিপিবির সাবেক সভাপতি বলেন, মহাপরাক্রমশালী ব্রিটিশদের বিরুদ্ধে অসীম সাহস নিয়ে লড়াই করে মাস্টারদা সূর্য সেন চারদিন চট্টগ্রামকে স্বাধীন রেখেছিলেন।

“সাম্রাজ্যবাদী শক্তির অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।”

যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, যুব নেতা আমিন হোসেন, খান আসাদুজ্জামান মাসুম ও উজ্জ্বল শিকদার।

সমাবেশে আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বোধন আবৃত্তি পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, রংতুলি খেলাঘর আসর। গণসঙ্গীত পরিবেশন করেন গণসঙ্গীত শিল্পী ইউসুফ আলী ও ঝুমা দত্ত।