যুব বিদ্রোহের ৮৮তম বার্ষিকীতে শহীদস্মৃতি সংরক্ষণের দাবি

চট্টগ্রাম যুব বিদ্রোহের ৮৮তম বার্ষিকীতে শহীদদের স্মৃতি সংরক্ষণের দাবি জানানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 03:24 PM
Updated : 18 April 2018, 03:24 PM

বুধবার সকালে নগরীর জেএম সেন হলে যুব ইউনিয়ন আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এর আগে জেএম সেন হলে চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর সংক্ষিপ্ত সমাবেশে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত জালালাবাদ পাহাড়ে এখনো কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি।

“সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর উদ্যোগও নেওয়া হয়নি। ইতিহাস রক্ষা এবং মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তসহ বিপ্লবের মহানায়কদের স্মরণে বন্দর নগরীর প্রধান সড়কগুলোর নামকরণের দাবি জানাচ্ছি।”

যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক উজ্জল শিকদার বলেন, তরুণ প্রজন্মের কাছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সোনালী অতীত এখনো অজানা। সব স্তরের পাঠ্যপুস্তকে এই ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে।

“ব্রিটিশদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধের স্মৃতি বিজড়িত জালালাবাদ পাহাড়ে এখন সাধারণের প্রবেশাধিকার নেই।”

সমাবেশে বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সহ-সভাপতি শ্যামল লোধ, সুনন্দন, সহ-সাধারণ সম্পাদক প্রীতম সাহা, সঞ্জয় দাশ ও সুব্রত শুভ।

এদিকে চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস উপলক্ষে ২০ এপ্রিল চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে যুব ইউনিয়ন।

১৯৩০ সালের ১৮ এপ্রিল অগ্নিপুরুষ মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামের একদল যুবক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করেন।

তাদের নেতৃত্বে চারদিন মুক্ত ছিল চট্টগ্রাম। পরে ২২ এপ্রিল নগরীর জালালাবাদ পাহাড়ে সম্মুখ যুদ্ধে ১১ বিপ্লবী শহীদ হন।