চট্টগ্রামে ডিজিটাল উদ্যোক্তা কর্মশালা

চট্টগ্রামের গ্রামীণফোনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল উদ্যোক্তা’ কর্মশালা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 03:59 PM
Updated : 17 April 2018, 03:59 PM
মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তারা অংশ নেয়।

বিশ্বজুড়ে চলমান ডিজিটাল রূপান্তর নিয়ে চট্টগ্রামে সচেতনতা সৃষ্টির লক্ষ্য গ্রামীণফোন শহরের বিভিন্ন মহলের সাথে কাজ করছে এবং কর্মশালা এই প্রচেষ্টারই অংশ বলে জানানো হয়।

ডিজিটাল ব্যবসার সম্ভাবনা ও কিভাবে ব্যবসায় সফল হওয়া যায়, তা নিয়ে কর্মশালায় আলোচনা হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।

তিনি বলেন, “সাহসী মানুষরাই উদ্যোক্তা হতে পারেন। সাহস ছাড়া এটা হয় না।”

তরুণদের নতুন নতুন অ্যাপ্লিকেশন তৈরি করে জনপ্রশাসনের কাজ এগিয়ে নিতে সহায়তা করার আহ্বান জানান জেলা প্রশাসক।

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. আমির মোহাম্মাদ নাসরুল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার কাজী মাহবুব হাসান, চট্টগ্রাম সার্কেলের প্রধান শাওন আজাদ এবং হেড অব কমিউনিকেশনস তালাত কামাল এ সময় উপস্থিত ছিলেন।