কয়েক ঘণ্টার ব্যবধানে দুই প্রতিষ্ঠানের ১২ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রাম নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে বড় ধরনের দুইটি ছিনতাইয়ের ঘটনায় দুই প্রতিষ্ঠানের মোট ১২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2018, 03:31 PM
Updated : 10 April 2018, 04:01 PM

মঙ্গলবার সকালে খুলশী থানার বাঘঘোনা-আমবাগান সড়কে আবুল খায়ের গ্রুপের আট লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়।

কয়েক ঘণ্টার ব্যবধানে বিকালে ‘নক্ষত্র’ নামের একটি দোকানের কর্মচারীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। নগরীর কোতোয়ালী থানার জেল রোড এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

‘নক্ষত্র’র মালিক মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার দোকানের এক কর্মচারী খাতুনগঞ্জ থেকে দোকান কর্মচারীদের বেতনের টাকা তুলে নিউ মার্কেটে আসছিল।

“জেল রোড এলাকায় তাকে বহনকারী রিকশার গতিরোধ করে চার যুবক তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।”

টাকা নিয়ে তারা টেরিবাজারের দিকে পালিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, “টেরিবাজার ব্যবসায়ী সমিতির সিসি ক্যামেরায় ছিনতাইকারীদের ছবি দেখা গেছে। পুলিশও সেগুলো সংগ্রহ করেছে।”

জেল রোড এলাকায় ছিনতাইয়ের পর ছিনতাইকারীদের পালানোর দৃশ্য ধরা পড়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সিসি ক্যামেরায়।

কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিন ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে বলেন, “একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমি ঢাকায় আছি।”

ওসি থানার পরিদর্শক তদন্তের সাথে কথা বলার পরামর্শ দিলেও তিনি ফোন ধরেননি।

অন্যদিকে সকালে খুলশী থানার বাঘগোনা-আমাবাগান সড়কের একে খান গেইটে আকুল খায়ের গ্রুপের টাকা ছিনতাই হয় বলে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুর ওয়ারিশ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আবুল খায়ের গ্রুপের দুই কর্মচারী সকালে প্রতিষ্ঠান থেকে খুচরা টাকা নিয়ে বড় নোট করার জন্য মোটর সাইকেলে করে লালখান বাজারের দিকে আসছিলেন।

“এসময় একটি মোটর সাইকেলে করে আসা তিনজন একে খান গেইটে তাদের গতিরোধ করে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।”

পুলিশ কর্মকর্তা ওয়ারিশ বলেন, ওই ব্যাগে মোট আট লাখ ৪০ হাজার টাকা ছিল বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ছিনতাইকারীদের ধরতে পুলিশের কয়েকটি দল কাজ করছে বলে জানান তিনি।