মশা নিধন ও জলাবদ্ধতা নিরসনে সিসিসির ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু

নগরীতে মশা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে ২৫ দিনের ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2018, 01:29 PM
Updated : 10 April 2018, 01:29 PM

মঙ্গলবার সকালে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের আন্দরকিল্লা এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

নালা থেকে আবর্জনা তুলে এবং মশার ডিম ধ্বংসকারী ওষুধ ছিটিয়ে ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন মেয়র।

এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মেয়র নাছির বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে ৫ মে পর্যন্ত ক্র্যাশ প্রোগ্রাম চলবে। ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও সেবক মিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতি ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হবে।

মেয়র বলেন, যে কোনো ঝুঁকি নিয়ে নান্দনিক ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয় বাস্তবায়ন করা হবে। ক্র্যাশ প্রোগ্রামের জন্য কোনো অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়নি।

“বিদ্যমান জনবল, যন্ত্রপাতি ও ওষুধ দিয়েই এ অভিযান পরিচালিত হচ্ছে। প্রতি ওয়ার্ডে পাঁচশ পরিচ্ছন্নতাকর্মী ওষুধ ছিটানোর কাজে নিয়োজিত থাকবে। এক সাথে পাঁচটি ওয়ার্ডে অভিযান চলবে।”

এই অভিযানে নগরবাসীর সহায়তা কামনা করেন মেয়র।

সিসিসির কর্মকর্তারা জানান, ২৫ দিনের কর্মসূচির আওতায় তিনদিন করে পাঁচটি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রাম চলবে।

আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ শফিকুল মন্নান সিদ্দিকী, জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ।