চট্টগ্রামে প্রবাসী নুরুল হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের বায়েজিদে সাতবছর আগে এক প্রবাসীকে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2018, 10:01 AM
Updated : 10 April 2018, 11:55 AM

মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস এ দণ্ডাদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন- বাবুল বড়ুয়া, কানন বড়ুয়া জুয়েল, মোহাম্মদ মুনির, সঞ্জয় বণিক ও মো. মুজিবুর রহমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. তসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের মধ্যে কানন বড়ুয়া আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অপর চারজন জামিন নিয়ে পলাতক আছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১১ সালের ৩০ মে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকার আলম ম্যানশনে প্রবাসী নুরুল আলমকে আসামিরা পরস্পর যোগসাজশে হত্যা করেন।

আসামিদের মধ্যে মজিবুর রহমান সম্পর্কে নুরুল আলমে ভাগিনা হন। নুরুল আলমের কাছ থেকে জোর করে অর্থ আদায়ের জন্য তাকে নিজ ঘরে আটকে রাখে মুজিবুর ও তার বন্ধুরা। ক পর্যায়ে তাকে হত্যা করা হয়।

আইনজীবী তসলিম বলেন, এ ঘটনায় নিহতের ছোটভাই মোস্তাফা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলাটি শুরুতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। পরবর্তীতে এটি জজ আদালতে বিচারের জন্য আসে।

২০১১ সালের ১৪ অক্টোবর এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তীতে ২০১৩ সালের ২১ এপ্রিল অভিযোগ গঠন করা হয়।

মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার মৃত্যুদণ্ডের আদেশ দেন।