কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকার মতো চট্টগ্রামেও সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2018, 03:44 PM
Updated : 8 April 2018, 03:44 PM

রোববার সন্ধ্যায় ষোলশহর রেল স্টেশন এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রায় এক ঘণ্টার মতো রেল স্টেশন এলাকায় অবস্থান করে মিছিল সমাবেশ করেন তারা।

আন্দোলনকারীদের নেতা আরমান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ আন্দোলন করছেন।

ঢাকায় শাহবাগে আন্দোলনে পুলিশ বাধা দিলেও চট্টগ্রামে কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি। 

সন্ধ্যা ছয়টা থেকে অন্দোলনকারীরা ষোলশহর রেল স্টেশন থেকে দুই নম্বর গেইট পর্যন্ত দফায় দফায় মিছিল সমাবেশ করেন। এসময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত আটটার দিকে আন্দোলনকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে একই দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর গেইটেও সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

এসময় তাদের ওপর এলাকাবাসী হামলা করেছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীদের কেউ কেউ।

বিকাল সাড়ে পাঁচটার দিকে এক নম্বর গেইটে চট্টগ্রাম-হাটহাজারি সড়ক অবরোধ করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন আন্দোলনকারীদের সম্বন্বয়ক মো. আরজু। 

তবে হামলার বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে আন্দোলনকারীরা নিজ থেকেই সরে গেছেন।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত)  মো. জহির উদ্দিন বলেন, বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক নম্বর গেটের সড়কের পাশে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে কিছুক্ষন পর সরে যায়।

পরে তারা নগরীতে এসে ষোলশহর এলাকায় আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন।