অটোরিকশা চুরি: স্ত্রী-শ্যালক গ্রেপ্তার, স্বামীকে খুঁজছে পুলিশ

স্ত্রী-শ্যালককে নিয়ে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করেন মনির মিয়া। তারপর কৌশলে অটোরিকশা নিয়ে সটকে পড়েন। পরে মালিকের কাছে দাবি করা হয় টাকা। চাহিদা মতো টাকা পরিশোদ করলেই মালিক পেয়ে যায় অটোরিকশা, অন্যথায় হয়ে যায় উধাও।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 12:13 PM
Updated : 24 March 2018, 12:13 PM

চট্টগ্রামে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনার তদন্তে নেমে ওই নারী ও তার ভাইকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে এ তথ্য।

গ্রেপ্তাররা হলেন- সালমা বেগম (৩২) ও তার ভাই মো. বাবু (২৩)। তারা কুমিল্লার দেবীদ্বারের বাসিন্দা মো. মোসলেমের সন্তান।

সালমার স্বামী মনির মিয়াসহ চক্রের আরো কয়েকজনকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।  

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টানা অভিযান চালিয়ে শুক্রবার চট্টগ্রাম নগরী থেকে বাবুকে এবং ভোর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদানাইল ক্যানেল পাড় থেকে সালমাকে গ্রেপ্তার করা হয়।

“পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাঙামাটির চন্দ্রঘোনা থানার বাঙালখালীয়া বাজার থেকে চুরি করা অটোরিকশাটি উদ্ধার করা হয়।”

থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন জানান, মনির, সালমা এবং বাবু গত ১৬ মার্চ অটোরিকশাটি ভাড়া করেছিলেন। গোলটুলি এলাকায় গিয়ে চালককে পান কিনতে পাঠিয়ে তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

“পরে তারা মালিককে ফোন করে এক লাখা টাকার বিনিময়ে অটোরিকশা ফিরিয়ে দেওয়ার কথা বলে।”

পুলিশ কর্মকর্তা রুহুল বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর সদরঘাট থানা পুলিশের একটি দল অভিযানে যায়। অভিযানে গিয়ে নগরীর সরাই পাড়া থেকে বাবুকে ও সিদ্ধিরগঞ্জ থেকে সালমাকে গ্রেপ্তার করে।

তিনি জানান, দুইজনের বাসা থেকে মৌলভীবাজার, ঢাকা, নারায়ণগঞ্জের নিবন্ধিত বেশ কয়েকটি অটোরিকশার কাগজপত্র উদ্ধার করা হয়।