চট্টগ্রাম প্রেসক্লাবে ভারতীয় সাংবাদিকরা

ভারতের জাতীয় প্রেসক্লাবের প্রতিনিধিরা চট্টগ্রাম প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2018, 03:26 PM
Updated : 23 March 2018, 03:26 PM

শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব অব ইন্ডিয়া, দিল্লী (ভারতের জাতীয় প্রেসক্লাব) সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম প্রেস ক্লাবে আসেন।

মত বিনিময় সভায় ভারতীয় জাতীয় প্রেসক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী বলেন, ভারত-বাংলাদেশ দুটো প্রতিবেশি রাষ্ট্র নিজেদের সমস্যা সুন্দরভাবে সমাধান করছে। দ্বিপাক্ষিক অনেক অমিমাংসিত বিষয় আছে যা একদিনে সমাধান হয়ে যায় না।

“এক্ষেত্রে তা সমাধানে দুই দেশের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের মধ্যে যেসব ভালো কাজ ঘটছে তা উভয় দেশের সাংবাদিকদের লেখনীর মাধ্যে ভালোভাবে উঠে আসা দরকার। এতে উভয় দেশের মানুষের মধ্যে আস্থার জায়গা তৈরি হবে।”

গৌতম লাহিড়ী বলেন, বিশ্বের অন্য যে কোনো দেশের চাইতে ভারতের সাথে বাংলাদেশের মধ্যকার সম্পর্ক অন্য পর্যায়ের, যা আমাদের প্রধানমন্ত্রী থেকে সকলের কথায় প্রকাশ পায়।

বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকাসহ বন্ধুভাবাপন্ন বিভিন্ন দেশের সাংবাদিক সংগঠন তথা প্রেসক্লাবের মধ্যে একটি নেটওয়ার্ক গঠনের উদ্যোগের কথা জানিয়ে গৌতম লাহিড়ী বলেণ, সেখানে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের পাশাপাশি চট্টগ্রাম প্রেসক্লাবের সংযোগও থাকবে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার।

সভায় উভয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ পরস্পরের প্রতিনিধি দলকে নিজ নিজ প্রেসক্লাবে সফরের আমন্ত্রণ জানান।

চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভারতের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভিনয় কুমার, চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম ও প্রচার সম্পাদক মিন্টু চৌধুরী।