শিশু দিবসে সাত বিশিষ্টজনকে সম্মাননা

জাতীয় শিশু দিবসে চট্টগ্রামে ছোটদের সাংস্কৃতিক জগত- শিশুমেলা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাত বিশিষ্টজনকে সম্মাননা দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 07:25 AM
Updated : 18 March 2018, 07:25 AM

শনিবার সন্ধ্যায় নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতির জনকের ৯৯তম জন্মদিন, জাতীয় শিশু দিবস এবং শিশুমেলার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- সফল নারী বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি ও চিটাগাং ওমেন চেম্বারের সাবেক সভাপতি কামরুন মালেক, মুক্তিযোদ্ধা সাংবাদিক রইসুল হক বাহার, বিজ্ঞান ও গবেষণায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদীপ্ত দেব এবং শিক্ষাক্ষেত্রে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান।

গণসঙ্গীতে অশোক সেনগুপ্ত, সবুজায়নে কাউন্সিলর শৈবাল দাশ সুমন এবং সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতায় মো. সাহাব উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, প্রাবন্ধিক ও গবেষক ড. মাহবুবুল হক।

শিশুমেলা সম্মাননা প্রদান কমিটি-২০১৮ এর চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিশুমেলার পরিচালক অধ্যাপিকা রীতা দত্ত।

শিশুমেলার পরিচালক রুবেল দাশ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন

সম্মাননা প্রদান কমিটির কো-চেয়ারম্যান শরীফ চৌহান এবং সদস্য সচিব রত্মাকর দাশ টুনু।