লালদীঘিতে জনসভার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

অনুমতি এখনো না মিললেও নগরীর লালদীঘি মাঠে জনসভা করতে পুরোদমে প্রস্তুতি চলছে  বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2018, 03:48 PM
Updated : 13 March 2018, 03:48 PM

বৃহস্পতিবার জনসভার সময় নির্ধারণ করলেও মঙ্গলবার রাত পর্যন্ত এ বিষয়ে পুলিশের অনুমতি পায়নি চট্টগ্রাম বিএনপি।

গত শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে লালদীঘিতে জনসভা করার ঘোষণা দেয় বিএনপি।

লালদীঘি মাঠের মালিক সরকারি মুসলিম হাই স্কুলের কাছ থেকে অনুমতি পাওয়ার পর মহানগর পুলিশ কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদনের কথাও জানান নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান।

এরপর রোববার দুপুরে নগর পুলিশের কমিশনার ইকবাল বাহারের সঙ্গে বৈঠক করে চট্টগ্রাম বিএনপির একটি প্রতিনিধি দল।

ওইদিন আবু সুফিয়ান বলেছিলেন, আলোচনা ফলপ্রসু হয়েছে। দুয়েক দিনের মধ্যেই জানিয়ে দিবেন পুলিশ কমিশনার।

মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ জানানোর কথা ছিল কিন্তু এখনো জনসভার অনুমতি দেয়নি।

“আগামীকাল সকালে আমরা আবার যোগাযোগ করব। জনসভা সফল করার জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি। জনসভা অবশ্যই করব।”

এদিকে বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১৫ মার্চ চট্টগ্রামে সর্ববৃহৎ জনসভা হবে। জনসভা সফল করতে চট্টগ্রামের জনগণ প্রস্তুত।

“আমরা দেখেছি বিগত দুই মাসে লালদীঘিতে অনেক দল সমাবেশ করেছে। এমনকি সরকারি দলও কয়েকটি সমাবেশ করেছে। তারা সমাবেশের অনুমতি পেলে আমরা কেন করতে পারব না?”

প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা রোজী কবীর ও এস এম ফজলুল হক। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগরের সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ জ্যেষ্ঠ নেতারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বাসায় চট্টগ্রাম-১০ আসনের পাঁচটি থানা ও নয়টি ওয়ার্ডের নেতাদের নিয়ে জনসভা উপলক্ষ্যে আরেকটি প্রস্তুতি সভা হয়।