জামায়াত নেতা শামসুলের দেহরক্ষী গ্রেপ্তার

চট্টগ্রামের সাবেক সাংসদ ও জামায়াতে ইসলামীর নেতা আ ন ম শামসুল ইসলামের এক দেহরক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ্।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 06:46 PM
Updated : 11 March 2018, 06:46 PM

রোববার রাতে সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকা থেকে মো. মাসুম (৩০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, মাসুম অন্তত ১২টি মামলার আসামি।

“মাসুম সাবেক সাংসদ শামসুল ইসলামের দেহরক্ষীর পাশাপাশি ব্যক্তিগত সহকারীর দায়িত্বও পালন করত। তার বিরু্দ্ধে ১০ম জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী নাশকতা ও পুলিশের উপর হামলার ঘটনায় অন্তত ১২টি মামলা আছে।”

এসব মামলার ১০টিতে হুলিয়া নিয়ে মাসুম পালিয়ে ছিলেন বলে ওসি জানান।

“দীর্ঘদিন সে এলাকায় না আসলেও রোববার সাতকানিয়া আসে এবং গোপন সংবাদের ভিত্তিতে হাসমতের দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ও পূর্ববর্তী সময়ে সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাপক নাশকতা ও ধ্বংসাত্মক কাজ চালিয়েছিল জামায়াত ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। তাদের হামলায় এক পুলিশ সদস্যও নিহত হয়েছিলেন।