এক অনুষ্ঠানে সব ধর্মের প্রতিনিধিরা

চট্টগ্রামে এক অনুষ্ঠানে সব ধর্মের প্রতিনিধিরা এক হয়ে ত্যাগ ও মানব সেবার উপর জোর দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 05:13 PM
Updated : 11 March 2018, 05:13 PM

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের চট্টগ্রাম আঞ্চলিক কার্যলয়ে ‘ত্যাগ ও সেবা অভিযান ২০১৮’ উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

‘স্বার্থপরতা ত্যাগ করি, দয়া ও শান্তির জীবন গড়ি’ শীর্ষক আলোচনায় অংশ নেন চার ধর্মের চারজন প্রতিনিধি।

বাকলিয়ার কামালে ইশকে মুস্তফা (দ.) মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ নাজেম উদ্দীন বলেন, সব ধর্মেই অন্যের জন্য ত্যাগের ব্যপারে মানুষকে উৎসাহিত করা হয়েছে।

“ইসলাম শান্তির ও সেবার ধর্ম। প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন ইসলামের বিধান। আমরা যদি প্রত্যেকেই নিজ নিজ প্রতিবেশীর প্রতি দয়াবান হই তাহলে পৃথিবীতে অভাব বলে কিছুই থাকবে না।”

বোয়ালখালীর মেধস মুনির আশ্রমের সভাপতি ও পঞ্চানন ধাম আশ্রমের সাধারণ সম্পাদক অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী বলেন, মানব সেবাই ধর্ম, শান্তি ও প্রগতির মূল পথ।

“কোনো ধরনের স্বীকৃতির প্রয়োজন নেই, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে যদি মানুষের সেবা করা যায় তবেই জীবনের স্বার্থকতা।”

চট্টগ্রাম আর্চ ডায়োসিসের জুডিশিয়াল ভিকার রেভা. ফাদার লেনার্ড সি রিবেরু বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য নির্মূলে একে-অপরের প্রতি সহযোগিতা বাড়ানোর বিকল্প নেই। সমাজে একদিকে দারিদ্র্য অন্য দিকে ভোগবিলাস যার মূলে রয়েছে স্বার্থপরতা।

“স্বার্থপরতা ত্যাগ করতে হবে। ত্যাগ, দয়া ও শান্তির জীবন গড়তে হবে।”

আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জেমস্‌ গোমেজ।

অনুষ্ঠানে কারিতাসে দীর্ঘসময় ধরে কর্মরত ৫৩ জন কর্মীকে ‘লং সার্ভিস’ এওয়ার্ড প্রদান করা হয়।