চট্টগ্রামে ফেনসিডিলসহ ৯ ‘মাদক বিক্রেতা’ আটক

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ নয় ‘মাদক বিক্রেতাকে’ আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2018, 07:07 AM
Updated : 7 March 2018, 07:07 AM

সরদঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের মাদকের আস্তানাখ্যাত বরিশাল কলোনীতে অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানিয়েছেন।

এরা হলেন- ফয়সাল (২০), জাকির আলম (২৮), অলি (৪২), সুমন (৩০), নূর ইসলাম (৩৫), কাশেম (৩২) কালু মীর হোসেন (৩০), নুরুল ইসলাম (৩৭) ও আব্দুল খালেক (২২)।

মিমতানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কলোনীতে অভিযানে যায় র‌্যাবের একটি দল। ওই সময় র‌্যাব সদস্যদের দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

“র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদে তাদের দেখানো স্থান থেকে দুইটি প্লাস্টিকের বস্তা ভর্তি ৫৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।”

র‌্যাব কর্মকর্তা মিমতানুর জানান, ফেনী থেকে ফেনসিডিল চট্টগ্রামে এনে মাদকসেবীদের কাছে বিক্রি করা হয় বলে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে।

চট্টগ্রাম রেল স্টেশন লাগোয়া বরিশাল কলোনীতে নিম্ন আয়ের লোকজন বাস করলেও সেটি মাদকের ডেরা হিসেবে চট্টগ্রামে পরিচিত। সেখানে মাদক উদ্ধারে গিয়ে বিভিন্ন সময়ে হামলার শিকারও হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এছাড়া মাদক ব্যবসা ও নিয়ন্ত্রণের জেরে সেখানে খুনও হয় বেশ কয়েকজন।