চট্টগ্রামে বেসরকারি কন্টেইনার ডিপোতে লাগবে না গেইট পাস, পার্কিং ফি

চট্টগ্রামের বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে গেইট পাস ও পার্কিং ফি আদায়ের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2018, 10:49 AM
Updated : 6 March 2018, 10:49 AM

মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালকের সঙ্গে মালামাল পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এরপরপরই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।

বৈঠকে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) গোলাম ছরোয়ার, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আব্দুল গাফফার, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশেনের সভাপতি আকতার হোসেন উপস্থিত ছিলেন।

আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বৈঠকে বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে পার্কিং ও গেইট পাস ফি আদায় না করার সিদ্ধান্ত হওয়ার পর আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।”

বৈঠকে সবপক্ষের মতামত ছাড়া কোনো ধরনের ফি আদায় সা করারও সিদ্ধান্ত হয়েছে বলে জানান টিপু।

গত ১ মার্চ থেকে বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে লোড আনলোডের জন্য ট্রাক, কভার্ড ভ্যান, প্রাইম মুভার প্রবেশের সময় গেইট পাস ও পার্কিং বাবদ ১৫০ টাকা করে আদায় করা হচ্ছিল।

এছাড়া কন্টেইনার লোড-আনলোডের জন্য ৬০০ থেকে এক হাজার ৩০০ টাকা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ ছিল পরিবহন মালিক-শ্রমিকদের।

এসব অভিযোগ তুলে সোমবার সকাল থেকে কন্টেইনার আনা-নেয়া বন্ধ করে দেন তারা।

পরে বিকালে বন্দর চেয়ারম্যানের আশ্বাস পেয়ে ধর্মঘট স্থগিত করে রাত থেকে আবার কাজ শুরু করেন মালিক-শ্রমিকরা। মঙ্গলবার বৈঠকের আশ্বাস দিয়েছিলেন বন্দর চেয়ারম্যান।