‘টানা পার্টির’ দুই সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2018, 10:34 AM
Updated : 6 March 2018, 10:34 AM

নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি বালুর মাঠ এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সেলিম ওরফে গাড়ুলি সেলিম (৪৫) ও মো. মোস্তফা (৪৫)।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে বালুর মাঠ এলাকায় একটি সিএনজি অটোরিকশায় বসে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে ছিনতাই করা বিভিন্ন মালামাল উদ্ধার করা হয় বলে জানান ওসি।

ছিনতাইকারীচক্র ‘টানা পার্টির’ সদস্যদের যে তালিকা নগর পুলিশ করেছে, তাতে এই দুইজনের নাম রয়েছে।

খুব কম গ্রেপ্তার হওয়ায় ও ব্যাগ ছিনিয়ে নিতে পারদর্শী হওয়া সেলিমকে টানা পার্টির সদস্যরা ‘গাড়ুলি সেলিম’ বলে ডাকে।

থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, ছিনতাইয়ের সময় মোস্তফা মূলত অটোরিকশা চালান। সকালে বাসযাত্রী ও সন্ধ্যার পর মার্কেটফেরৎ নারীদের তারা টার্গেট করে ব্যাগ ছিনিয়ে নেয়।

তিনি জানান, রাতে গ্রেপ্তারের পর দেুইজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানার শুলকবহর আরাকান সোসাইটিতে সেলিমের বাসায় অভিযান চালিয়ে ছয়টি মোবাইল ফোন, একটি ট্যাব, চারটি ভ্যানিটি ব্যাগ, ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়।

এছাড়াও ছিনতাইয়ে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয় বলে জানান রুহুল আমিন।