সুদীপ্ত হত্যা: গ্রেপ্তার রুবেল দুইদিনের রিমান্ডে

ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুবেল দে’কে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2018, 12:45 PM
Updated : 4 March 2018, 12:45 PM

রোববার চট্টগ্রামের মহানগর হাকিম আল ইমরান খান এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রুবেলের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।

“সেদিন আদালত শুনানির জন্য আজ দিন ধার্য করেন। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।”

গত ২৮ ফেব্রুয়ারি রাতে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর মোড় থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

রুবেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মী। সে ‘চশমা রুবেল’ নামে পরিচিত।

রুবেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তাপস সরকার হত্যা মামলা এবং হাটহাজারী থানার একটি অস্ত্র মামলারও আসামি।

গত বছরের ৬ অক্টোবর সকালে নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। প্রয়াত নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছিল সুদীপ্ত।

এ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ‘বড় ভাইয়ের’ নির্দেশে সুদীপ্তর ওপর হামলার কথা জানালেও ‘বড় ভাইয়ের’ নাম জানায়নি।