মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: আইজিপি

মাদক দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2018, 02:14 PM
Updated : 3 March 2018, 02:14 PM

শনিবার বিকালে দামপাড়া পুলিশ লাইন মাঠে চট্টগ্রাম মহানগর পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। বাংলাদেশ পুলিশও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে।

“মাদক একটি সামাজিক সমস্যা। তাই মাদক দমনে সবাইকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে।”

তিনি বলেন, পরিবার ও সব শিক্ষা প্রতিষ্ঠান যদি তরুণদের মধ্যে এই বোধ জাগাতে পারে- মাদক কতটুকু ক্ষতিকর, তাহলে সবাই তা বুঝতে পারবে।

“জঙ্গিবাদকে আমরা যেমন দমন করেছি তেমনি মাদককেও দমন করতে চাই।”

জাতিকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে এবং মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে গণমাধ্যমের সহায়তাও কামনা করেন পুলিশ মহাপরিদর্শক।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার ইকবাল বাহার এবং চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি এস এম মনিরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাতে পুলিশ লাইন মাঠে মাদক বিরোধী কনসার্টের আয়োজন করা হয়েছে।