ছিনতাইকারীর কবলে ৬ চীনা নাগরিক

চট্টগ্রামের রাঙাদিয়া এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েছেন কর্ণফুলী টানেল প্রকল্পে কর্মরত ছয় চীনা নাগরিক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2018, 07:01 AM
Updated : 3 March 2018, 07:01 AM

শুক্রবার দুপুরে রাঙাদিয়া ইউনিয়নের কাফকো কারখানা সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ শনিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

স্থানীয়রা জানান, ছিনতাইয়ের শিকার চীনা নাগরিকরা টানেল প্রকল্পে নিয়োজিত চায়না কন্সট্রাকশন কোম্পানিতে কাজ করতেন।

কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন-চারজন ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের কাছ থেকে দামি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে।

স্থানীয় সাংবাদিকরা জানান, চীনা নাগরিকদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোনসেট, নগদ টাকা, ব্যাংকের ক্রেডিট কার্ডসহ বিভিন্ন কাগজপত্র নিয়ে গেছে ছিনতাইকারীরা।

এ ঘটনার পরপর রাঙাদিয়া ও পারকি সৈকত এলাকায় অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।

তিনি বলেন, শনিবার দুপুর পর্যন্ত চীনা নাগরিকদের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।