বিতর্কিত নির্বাচন হলে পরিণতি অমঙ্গলকর: সুজন

নির্বাচন ‘ফের বির্তকিত’ হলে পরিণতি অমঙ্গলজনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2018, 03:36 PM
Updated : 23 Feb 2018, 03:36 PM

শুক্রবার ‍দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সুজন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিকল্পনা সভায় তিনি প্রসঙ্গটি তুলেন।

বদিউল বলেন, “যদি আবারও একটা বিতর্কিত নির্বাচন হয়, আলাপ-আলোচনার মাধ্যমে যদি আমরা একটা সমঝোতায় না পৌঁছি এবং অস্থিতিশীলতা দূরীভূত না করি, তাহলে আমাদের পরিণতি কিন্তু অমঙ্গলকর হতে পারে।

“আমরা একটা ভয়াবহ দিকে অগ্রসর হতে পারি। যেটা কারো জন্যই কাম্য নয়। এই পরিস্থিতির এই অস্বাভাবিকতার আমরা যাতে শিকার না হই, সেটাই আমাদের সকলের করণীয়।”

তিনি বলেন, “নাগরিক হিসেবে আমাদের অবস্থান থেকে এখন সবারই করণীয় হলো, যাতে আবারও একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হয়।”

এর কারণ ব্যাখ্যা করে সুজন সম্পাদক বলেন, কারণ অস্বাভাবিক পরিস্থিতি দিনদিন ভয়াবহ হচ্ছে। অতীতে কিন্তু এরকম সহিংসতা হয়নি।

“২০১৪ এর পরে যেরকম সহিংসতা ঘটেছে। উগ্রবাদের উত্থান ঘটেছে। তারপর আরও অনেকগুলো, হেফাজতে ইসলামের সেই.. পৃষ্ঠপোষকতা সৃষ্টি হয়েছে…। এগুলো কিন্তু ঘটেনি অতীতে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু সিকান্দার খান, আইনজীবী আখতার কবির চৌধুরী এবং প্রকৌশলী সুভাষ বড়ুয়া প্রমুখ।