সুবর্ণ জয়ন্তী পালন করবে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব

সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ নওজোয়ান ক্লাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2018, 12:32 PM
Updated : 22 Feb 2018, 12:32 PM

আগামী ২৪ ফেব্রুয়ারি সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ক্লাবটি।

বৃহস্পতিবার দুপুরে ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন ক্লাব কর্মকর্তারা।

ক্লাবের সাধারণ সম্পাদক আ ন মা ওয়াহিদ দুলাল শনিবার সকাল ৯টা থেকে আগ্রাবাদ জাম্বুরি মাঠের কর্ণফুলী শিশু পার্কে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

রাত ১২টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে উল্লেখ করে তিনি জানান, দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে থাকবে স্মৃতিচারণ। এছাড়া ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিকদের সম্মাননা দেওয়া হবে।

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানেরও আয়োজন থাকছে।

লিখিত বক্তব্যে দুলাল বলেন, ১৯৫১ সালে আগ্রাবাদ এলাকায় কিছু ক্রীড়ামোদী তরুণ ক্যাপ্টেন মফজলের নেতৃত্বে ক্লাবের কার্যক্রম শুরু হয়।

১৯৬৪ সালে তৎকালীন চিটাগাং ডিস্ট্রিক স্পোর্টস অ্যাসোসিয়েশন (সিডিএসএ) বর্তমান চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অনুমোদন পায় ক্লাবটি।

ক্রীড়াক্ষেত্রে ক্লাবের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে ক্লাবের গভর্নিং বডির সভাপতি ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু বলেন, খেলোয়াড় তৈরিতে আগে ক্লাবটি ভূমিকা রাখলেও বর্তমানে মাঠের অভাবে করতে পারছেন না।

তিনি বলেন, জাম্বুরি মাঠে পার্ক করায় খেলার মাঠ হারিয়ে গেছে। পাশাপাশি পোলোগ্রাউন্ড মাঠ বিভিন্ন সময় মেলার কারণে ব্যস্ত থাকে।

এছাড়াও এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণের কারণে অর্ধেক সংকুচিত হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাব সভাপতি ও সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক।

প্রতিষ্ঠার ৬৭ বছর সুবর্ণ জয়ন্তী আয়োজনের বিষয়ে ক্লাব সভাপতি বলেন, আগে ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়নি। ৬৭ বছরে এসে এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুবর্ণ জয়ন্তী করছে।